ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন নাহিদ রানা। ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। দলীয় ২১১ রানে মোহাম্মদ রিজওয়ানকে হারিয়েছে তারা।
১৮ রানে সেশন শুরু করা রিজওয়ান দলকে বেশিদূর এগিয়ে দিতে পারলেন না। ইনিংসের ৬৫তম ওভারে নাহিদের গতি আর বাউন্সে অপ্রস্তুত ভঙ্গিতে শট খেলার চেষ্টা করেন রিজওয়ান। প্রথম স্লিপে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে ক্যাচ তালুতে জমাতে কোনো ভুল করেননি।
কাঁধে চোট নিয়ে উঠে গেছেন মুশফিক
১৮ রানের সঙ্গে শেষ সেশনে নিজের খাতায় আর ১১ রান যোগ করতেই সাজঘরের পথে হাঁটতে হয়েছে রিজওয়ানকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের রান ৬৭ ওভারে ৬ উইকেটে ২১৭। ব্যাটিং করছেন সালমান আগা (১৯*) ও খুররম শাহজাদ (৩*)।
এর আগে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়।