Logo
Logo
×

খেলা

বাবরের ঢাল হয়ে যা বললেন রমিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম

বাবরের ঢাল হয়ে যা বললেন রমিজ

বাবর আজম ও রমিজ রাজা। ছবি: সংগৃহীত

চীনের দুঃখ হোয়াংহো, পাকিস্তানের দুঃখ বাবর আজম! সামাজিক মাধ্যমে বাবরকে নিয়ে নিন্দুকদের মন্তব্য শুনলে আপনার এমনটা মনে হওয়াই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে ছন্দে নেই বাবর আজম। পাকিস্তানের এই তারকা ব্যাটার গত এক বছরে খেলা ৩৭ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন মাত্র একটি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাবরের ব্যাট থেকে দুই ইনিংসে আসে শূন্য ও ২২ রান। নিন্দুকদের কথা তাই কিছুটা তো আমলে নিতেই হয়। 

কিন্তু সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও পিসিবি প্রধান রমিজ রাজা এমন সমালোচনায় বিরক্ত। নিজের ইউটিউব চ্যানেল ’রমিজ স্পিকস’-এ রাজা বলেন, ‘মনে হচ্ছে বাবর ছাড়া পুরো পাকিস্তানের আর কোনো সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে এটি এমন হয়ে গেছে যে দল হেরেছে, আপনিও রান পাননি এবং আপনি মানুষটি বাবর আজম! ব্যস, শুরু হয় নানা কথা। দলে তার অবদান নিয়েও প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ সমালোচনা করতে পারেন, মজা নিতে পারেন। তবে, এগুলো এড়িয়ে চলতে হবে।’

‘বাবরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ’

বর্তমান সময়ে পাকিস্তানের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই যে বাবর বড় মাপের খেলোয়াড়, সেটা আরেকবার মনে করিয়ে দেন রমিজ। তার ভাষায়, ‘এতে কোনো সন্দেহ নেই বাবর তিন ফরম্যাটেই বড় ক্রিকেটার। ব্যাট হাতে তার খারাপ সময় যাচ্ছে, যা তার চেহারায় ফুটে উঠেছে। আশার কথা, সে ছন্দে ফেরার চেষ্টা করছে, এ নিয়ে কাজও করছে।’

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বাবর আজম ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের। সাবেক ক্রিকেটার রমিজের কথায় কিছুটা আত্মবিশ্বাসও কুড়িয়ে নিতে পারেন পাকিস্তানের কৃতি ক্রিকেটার বাবর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম