
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৫২ এএম
ইউএস ওপেনে অঘটনের শিকার আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:৪০ পিএম

স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ব্যাক-টু-ব্যাক গ্র্যান্ড স্লাম জিতে ইউএস ওপেনে পা রেখেছিলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেন জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে গ্র্যান্ড স্লামের হ্যাটট্রিক দিয়ে বছর শেষ করতে চেয়েছিলেন। কিন্তু বিধি বাম! ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেই তাকে বাড়ির পথ দেখালেন বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্প।
শুক্রবার (৩০ আগস্ট) অবিশ্বাস্যভাবে বোটিকের সামনে পাত্তাই পাননি আলকারাজ। সরাসরি সেটে আলকারাজকে উড়িয়ে দিয়েছেন ডাচ তারকা। প্রথম সেট ৬-১ ব্যবধানে জেতার পর ৭-৫ এ দ্বিতীয় সেট জিতে নেন বোটিক।
‘রংধনু’ পোশাকে নজর কাড়ছেন সানিয়া
তৃতীয় সেটে আলকারাজ ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই সেটেও হার মানেন স্প্যানিশ তারকা, এবার হারের ব্যবধান ৪-৬।
টেনিসের বিশ্ব র্যাংকিংয়ের ৭৪ নম্বরে থাকা বোটিক ইউএস ওপেনে অবাছাই। অথচ তার কাছেই হেরে বিদায় নিতে হলো তৃতীয় বাছাই আলকারাজকে। এই হারের মধ্য দিয়ে থামল গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তার টানা ১৫ ম্যাচ জয়ের ধারা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে আলকারাজকে হারিয়ে নির্বাক বোটিক, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত।’