Logo
Logo
×

খেলা

লিজেন্ডস লিগে রাজ্জাকের দলে কার্তিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম

লিজেন্ডস লিগে রাজ্জাকের দলে কার্তিক

ছবি: সংগৃহীত

লিজেন্ডস লিগের গত আসরেও সাউদার্ন সুপারস্টারসের হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আবদুর রাজ্জাক। আসছে মৌসুমেও তাকে দলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তার দলেই প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ভারতের সদ্য সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিজেন্ডস লিগের নিলামে নাম দিয়েছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। তবে তাদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

রাজ্জাকের দল সাউদার্ন সুপারস্টারসের বাকি ক্রিকেটাররা হলেন— এল্টন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা, জীবন মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, নাথান কোল্টার নাইল, চতুরঙ্গ ডি সিলভার মতো স্বনামধন্য ক্রিকেটার। 

অন্য দলগুলোও সাবেক তারকা ক্রিকেটারে ঠাসা। আরবানরাইজার্স হায়দরাবাদ দলে নিয়েছে সুরেশ রায়না, গুরকিরাত সিং, সামিউল্লাহ শিনওয়ারি, ইসুরু উদানা, স্টুয়ার্ট বিন্নি, নুয়ান প্রদীপ, চ্যাডউইক ওয়ালটনকে। 

অন্যদিকে ইন্ডিয়া ক্যাপিটালসে আছেন অ্যাশলে নার্স, ডোয়াইন স্মিথ, কলিন ডি গ্র্যান্ডহোম, মুরালি বিজয়, ইয়ান বেল।

গুজরাট জায়ান্টস তাদের স্কোয়াডে রেখেছে ইউনিভার্স বস ক্রিস গেইলকে। এ ছাড়া দলে নিয়েছে লিয়াম প্লাংকেট, লেন্ডল সিমন্স, সেকুগে প্রসন্ন, শ্যানন গ্যাব্রিয়েল, মোহাম্মদ কাইফ, শ্রীশান্ত ও শিখর ধাওয়ানকে। 

অন্যদিকে হরভজন সিং, রবিন উথাপ্পা, থিসারা পেরেরা, শেলডন কটরেল, অ্যাঞ্জেলও পেরেরা, মনোজ তিওয়ারি, আসেলা গুনারত্নেকে নিয়ে বেশ শক্তিশালী দল সাজিয়েছে মনিপাল টাইগার্স। 

এ ছাড়া কনার্ক সুরিয়াস দল ইরফান পাঠান, ইউসুফ পাঠান, কেভিন ও'ব্রায়েন, রস টেলর, বিনয় কুমার, দিলশান মুনাবিরা, প্রবীণ তাম্বে, আম্বাতি রাইডুর মতো ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম