Logo
Logo
×

খেলা

কোপায় মারামারি করার শাস্তি পেলেন নুনিয়েজসহ ১১ ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৪৯ এএম

কোপায় মারামারি করার শাস্তি পেলেন নুনিয়েজসহ ১১ ফুটবলার

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর গ্যালারিতে উঠে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের ফুটবলাররা। সেই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে অবশেষে তাদের শাস্তি দিয়েছে কনমেবল। যেখানে সরাসরি হাতাহাতিতে জড়ানোয় সর্বোচ্চ ৫ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন নুনিয়েজ। তিনি ছাড়াও আরও ১০ ফুটবলারকে শাস্তি ও জরিমানা করা হয়েছে।

ঘটনাবহুল ওই ম্যাচে হারের পর উরুগুয়ের ফুটবলারদের কটাক্ষ করছিলেন কলম্বিয়ার সমর্থকরা, যা সহ্য করতে না পেরে গ্যালারিতে থাকা উরুগুয়ের সমর্থকরা প্রতিবাদ করেন। যার জেরে দুপক্ষের সমর্থকরা বিবাদে জড়ান। একই গ্যালারিতে খেলোয়াড়দের পরিবার থাকায় তাদের ওপরও চড়াও হন কলম্বিয়ার সমর্থকরা, যা নজরে আসতে মাঠ ছেড়ে গ্যালারিতে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের ফুটবলাররা।

যার জেরেই এবার জড়িত ফুটবলারদের শাস্তি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নুনিয়েজ। পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাকে। অন্য চার খেলোয়াড়কেও নিষিদ্ধ করা হয়েছে। তদন্তের পর সব মিলিয়ে উরুগুয়ের ১১ খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কনমেবল। অন্যদের সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।

টটেনহামে খেলা উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। ৩ ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন উরুগুয়ের তিন ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা, রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া হিমিনেজ। নুনিয়েজকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। 

নিষিদ্ধ হওয়া বাকি চারজনকে জরিমানা করা হয়েছে ৫ থেকে ১৬ হাজার ডলারের মধ্যে। শুধু জরিমানা করা হয়েছে অন্য ছয় খেলোয়াড়কে। শাস্তি দেওয়া হয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও। তাদের ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এই অর্থ প্রাইজমানি ও রাজস্ব থেকে কেটে নেওয়া হবে।

কনমেবলের এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। তবে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বিবৃতিতে জানায়নি, এই শাস্তি কবে থেকে কার্যকর হবে। এদিকে আগামী রোববার প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে উরুগুয়ে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ৬ সেপ্টেম্বর প্যারাগুয়ে এবং ১০ সেপ্টেম্বর ভেনিজুয়েলার মুখোমুখি হবে উরুগুয়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম