Logo
Logo
×

খেলা

ফাইনালে নেপালের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪:১৫ পিএম

ফাইনালে নেপালের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার বিকেলে শুরু হওয়া এ ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা। ইনজুরি টাইমে দুর্দান্ত ফ্রি-কিকে গোল আদায় করে দলকে এগিয়ে দেন মিরাজুল ইসলাম।

প্রথমার্ধে স্বাগতিক নেপাল প্রাধান্য নিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় লিড নিতে পারেনি।

অন্যদিকে বিরতির বাাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম বল নিয়ে ঢোকার সময় তাকে ফেলা দেন স্বাগতিক খেলোয়াড়। এর ফলে মিরাজুলের নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে জড়িয়ে যায় নেপালের জালে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ আসিফ, আশরাফুল হক আসিফ, শাকিল আহাদ তপু, আসাদুল ইসলাম সাকিব, রাব্বি হোসেন রাহুল, পিয়াশ আহমেদ নোভা, মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা, রাজিব হোসেন, ইফতিয়ার হোসেন ও রুস্তম আসলাম দুখুমিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম