Logo
Logo
×

খেলা

হত্যা মামলার আসামি সাকিবকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম

হত্যা মামলার আসামি সাকিবকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারানো গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার দায়ে আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। আদাবর থানায় দায়েরকৃত মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে তার নামও রয়েছে। যেহেতু সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিভুক্ত ক্রিকেটার, তাই প্রয়োজন হলে তাকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি।

সাকিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেব।’

সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

এর আগে বিসিবি সভাপতি সাকিবের জাতীয় দলে খেলা প্রসঙ্গে বলেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে।’

এমনকি পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও সাকিবকে দলে চান জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম