Logo
Logo
×

খেলা

প্রথমবার নাতিকে কোলে নিয়ে যা বললেন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম

প্রথমবার নাতিকে কোলে নিয়ে যা বললেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদি এবং পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির ঘরে এসেছে পুত্র সন্তান আলি ইয়ার আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার প্রথমবার নাতি আলিয়া ইয়ারকে কোলে নিয়ে তার জন্য প্রার্থনা করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আফ্রিদি নাতিকে কোলে নিয়ে বলছেন, ‘আলি ইয়ার এসে পড়েছে’। এরপর আফ্রিদি যোগ করেন, ‘আল্লাহ যেন তাকে সঠিক পথে পরিচালিত করেন, সেজন্য আমাদের প্রার্থনা করতে হবে’।

প্রথমবার বাবা হলেন শাহিন আফ্রিদি

গত সপ্তাহে শাহিন-আনশা দম্পতির ঘরে আসে প্রথম সন্তান আলি ইয়ার। আনশার ছেলে হওয়ার মধ্য দিয়ে প্রথমবার নানা হলেন শহীদ আফ্রিদি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেন শাহিন আফ্রিদি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম