Logo
Logo
×

খেলা

এক সপ্তাহের মধ্যে বোর্ড সভা ডেকেছেন ফারুক আহমেদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৪:৩৭ পিএম

এক সপ্তাহের মধ্যে বোর্ড সভা ডেকেছেন ফারুক আহমেদ

গত ২১ আগস্ট প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন নতুন সভাপতি।

বোর্ড সভা হবে পরশু বেলা ৩টায়। ফারুকের সভাপতিত্বে নতুন বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বোর্ডের দায়িত্ব নিয়েই সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে জরুরি সভা করেছিলেন ফারুক আহমেদ। নতুন সভাপতির নেতৃত্বে এবারের বোর্ড সভা হবে বিসিবির কার্যালয়েই।

বিসিবি সূত্রে জানা গেছে, ইসমাইল হায়দার মল্লিক, নাঈমুর রহমান দুর্জয়সহ আত্মগোপনে থাকা বোর্ড পরিচালকরা পদত্যাগ করতে পারেন কিংবা জায়গা হারাতে পারেন। কারণ, টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে ফারুক জরুরি ভিত্তিতে বোর্ড সভা ডাকবেন অনুপস্থিত পরিচালকদের জন্য। জরুরি সভায়ও যোগ না দিলে পরিচালকের পদ এমনি বাতিল হয়ে যাবে।

মল্লিক, দুর্জয়ের পাশাপাশি পদ হারানোর ঝুঁকিতে আছেন ওবেদ রশীদ নিজাম, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মর্তুজা, শফিউর রহমান চৌধুরী নাদেল, আ জ ম নাসিরদের মতো বোর্ড পরিচালকেরাও। তাতে আগামীকালের বোর্ড সভায় পরিচালকদের উপস্থিত থাকা একরকম বাধ্যতামূলক। নাসির এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন।   

বিসিবির গত সপ্তাহের জরুরি সভায় নাজমুল হাসান পাপন ই-মেইলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেই সভায়ও দেখা যায়নি বিসিবির অনেক বোর্ড পরিচালককে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম