Logo
Logo
×

খেলা

মন্থর ওভাররেটের কারণে দুঃসংবাদ পেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম

মন্থর ওভাররেটের কারণে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার পরদিন শাস্তির ঝাঁপি খুলে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মোহাম্মদ রিজওয়ানের ওপর মেজাজ হারানোয় ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তবে সেখানেই শেষ হয়নি শাস্তি-পর্ব।

মন্থর ওভাররেটের কারণ শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দলকে। স্বাগতিক পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ৬ ওভার পূরণ করতে পারেনি। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ পয়েন্ট কাটা গেছে তাদের।

অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ খুইয়েছে ৩ পয়েন্ট। এর সঙ্গে পাকিস্তান দলের ৩০ ও বাংলাদেশ দলের ১৫ শতাংশ ম্যাচ ফিও জরিমানা করা হয়েছে।

এবার সাকিবকে শাস্তি দিল আইসিসি

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

পয়েন্ট কাটা যাওয়ার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ছয়ে ওঠা বাংলাদেশ নেমে গেছে সাত নম্বরে। পাকিস্তান অবশ্য আটেই অবস্থান করছে।

প্রসঙ্গত, রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম