Logo
Logo
×

খেলা

পিসিবিপ্রধানের কণ্ঠে বাংলাদেশ বন্দনা, বিশ্বাস ঘুরে দাঁড়াবে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম

পিসিবিপ্রধানের কণ্ঠে বাংলাদেশ বন্দনা, বিশ্বাস ঘুরে দাঁড়াবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হেরেছে পাকিস্তান। প্রথম ব্যাট করে ইনিংস ঘোষণা করেও শেষ পর্যন্ত ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে। যা নিয়ে দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটির ক্রিকেটাররা। তবে এই অবস্থা থেকে যে পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান সেই বিশ্বাস আছে বোর্ডপ্রধান মহসিন নকভির। তবে এই বোর্ডকর্তা বাংলাদেশকে কৃতিত্ব দিতেও ভুলেননি।

বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করে নকভি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল দারুণ খেলেছে, পুরো ম্যাচেই নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের আন্তরিক অভিনন্দন।’

পাকিস্তানের ব্যর্থতা নিয়ে পিসিবিপ্রধান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান ক্রিকেট দল যতটা ভালো পারফর্ম করা উচিত ছিল, ততটা করতে পারেনি। ইনশাআল্লাহ সবুজ জার্সিধারীরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবে।’

এদিকে পাকিস্তান হারায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও বোর্ড প্রধান রমিজ রাজা। বাংলাদেশকে জেতাতে ভূমিকা রেখেছে পাকিস্তান বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। তাদেরকে মোবারকবাদ। কিন্তু এই জয়ে পাকিস্তানও অনেক অবদান রেখেছে। পাকিস্তানের দল নির্বাচন খারাপ, স্পিনার সংকট, আত্মবিশ্বাসের সংকট, ব্যাটিংও ভালো করেনি, ম্যাচ হাতের মুঠোয় রাখবে ভেবে আগেই ডিক্লেয়ার করে দেওয়া- এসব। টেস্ট ক্রিকেট যেমন হাসায়, তেমন কাঁদায়ও।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম