Logo
Logo
×

খেলা

ইনিংস ঘোষণা করেও হার, পাকিস্তান অধিনায়কের কাঠগড়ায় পিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১২:১৫ পিএম

ইনিংস ঘোষণা করেও হার, পাকিস্তান অধিনায়কের কাঠগড়ায় পিচ

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর দায়ী করা হচ্ছে প্রথম ইনিংসে দ্রুত ইনিংস ঘোষণা করাকে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। অথচ তখনো উইকেটে ১৭১ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে না দেওয়ার জন্যও অধিনায়ককে দুষছেন অনেকেই। তবে অধিনায়ক শান মাসুদ অবশ্য নিজের সিদ্ধান্ত ভুল ছিল না বলে জানিয়ে দায় চাপিয়েছেন উইকেটের ওপর।

ইনিংস ঘোষণা করা নিয়ে ম্যাচশেষে শান মাসুদ বলেন, ‘পিচ কখনই কোনো অজুহাত দেওয়ার জন্য নয়। তবে আমরা যেভাবে ভেবেছিলাম এটি (পিচ) সেভাবে আচরণ করেনি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে যে আবহাওয়া ছিল, প্রথম দিনের খেলা শুরুর ৮-৯ দিন আগে বৃষ্টি হয়েছে। প্রথমত পিচের দিকে তাকিয়ে আমরা আশা করেছিলাম যে এটি আরও কিছুটা সহায়তা করবে। তিন পেস বোলার নিয়ে ওদের ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল। দিনশেষে আমরা ভুল করেছি।’

মাসুদ আরও বলেন, ‘ডিক্লেয়ারের দিকে তাকিয়ে আমরা খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। বল হাতে এবং ফিল্ডিংয়েও আমরা ওদের সমতায় রাখতে পারতাম। এটি একটি ভুল ধারণা, যেভাবে এটি অনেক সময় নিতে যাচ্ছিল। চাপের মুখে অনেক কিছুই ঘটতে পারে। কিছু ভুল হয়েছে এবং পরের ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে।’

হারলেও এটাকে শিক্ষা হিসেবেই দেখছেন মাসুদ। আর স্বপ্ন দেখছেন দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর, যা নিয়ে তিনি বলেন, ‘ভিন্ন পিচ তৈরি হয়েছে, আমাদের নিজস্ব কন্ডিশন থেকে কী প্রত্যাশা করা যায় সে সম্পর্কে এটি আমাদের জন্য একটি বিশাল শিক্ষা। মূল বিষয়টি হলো— কন্ডিশন বিবেচনা করা এবং আমরা এখানে যে ভুলগুলো করেছি তা আর না করা।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম