দায়িত্ব পেতে না পেতেই পদ ছাড়তে চলেছেন ওয়াকার ইউনুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম
ওয়াকার ইউনুস। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অস্তিত্বের সংকটে পড়ে পাকিস্তান ক্রিকেট। দল এবং বোর্ডের বিভিন্ন বিভাগকে তখন ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় ওয়াকার ইউনুসকে।
তবে রাওয়ালপিণ্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর দেশটির গণমাধ্যমে খবর চাউর হয়েছে, দায়িত্ব নিতে না নিতেই পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টার পদ ছাড়তে চলেছেন ওয়াকার ইউনুস।
পিসিবি তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দিতে চলেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।
দায়িত্ব নেওয়ার পরপরই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সংবাদ সম্মেলন করেছিলেন ওয়াকার ইউনুস। তবে গত কয়েকদিন ধরে নিজের দপ্তরে যাচ্ছেন না সাবেক এই পেসার। জানা গেছে, বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট বিভাগ এবং কয়েকজন কর্মকর্তা ওয়াকার ইউনুসকে অসহযোগিতা করেছেন, যার ফলে কাজে আগ্রহ হারিয়েছেন তিনি।
এই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ঘরোয়া ক্রিকেটে আসন্ন চ্যাম্পিয়ন্স কাপে মেন্টর হিসেবে ওয়াকার ইউনুসকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।