Logo
Logo
×

খেলা

সাদমানের পর মুশফিককেও আক্ষেপে পোড়ালেন মোহাম্মদ আলী 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:০৬ পিএম

সাদমানের পর মুশফিককেও আক্ষেপে পোড়ালেন মোহাম্মদ আলী 

মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

আড়াই বছর পর জাতীয় দলে ফিরে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন সাদমান ইসলাম। কিন্তু ৯৩ রানে তাকে সাজঘরের পথ চেনান পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। এবার মুশফিকুর রহিমেরও আফসোসের কারণ হলেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ৯ রানের দূরত্বে থামতে হলো বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারকে।

পঞ্চম স্টাম্পের লাইনে বল ছুঁড়েছিলেন মোহাম্মদ আলী। সে বলে স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ধোঁকা খেয়ে গেছেন গতি আর বাড়তি বাউন্সে। মুশফিকের ব্যাট ছুঁয়ে বল ঠাঁই পায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।

ডাবল সেঞ্চুরির ঘ্রাণ নিয়ে চা বিরতিতে মুশফিক

৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় সাজানো ১৯১ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরতে হয় মুশফিককে। তবে ফেরার আগে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। মুশফিক যখন সাজঘরের পথে, বাংলাদেশের লিড তখন ৮০ রান।

পাকিস্তানের গড়া ৪৪৮ রানের পাহাড় টপকাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মুশফিক। তাকে সঙ্গ দেওয়া মেহেদি হাসান মিরাজ এখনো ক্রিজে আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ রানে ব্যাট করছেন তিনি। আর প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৭ উইকেটে ৫২৯।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম