Logo
Logo
×

খেলা

ঢাকা টেস্টের পর গলে দেখা যাবে ৬ দিনের টেস্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম

ঢাকা টেস্টের পর গলে দেখা যাবে ৬ দিনের টেস্ট

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ৫ দিনের হলেও এবার দেখা যাবে ৬ দিনের টেস্ট। তবে খেলা হবে মোট ৫ দিনই। মাঝে নির্বাচনের কারণে একদিনের রেস্ট ডে রাখা রয়েছে শ্রীলংকা-নিউজিল্যান্ড টেস্টে।

দুই টেস্টে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ১৮ সেপ্টেম্বর। সেই টেস্ট ম্যাচটিই হবে ৬ দিনে। মাঝে শ্রীলংকার জাতীয় নির্বাচনের কারণে ২১ সেপ্টেম্বর রেস্ট ডে রাখা হয়েছে।

ক্রিকেটে অবশ্য এটাই প্রথম ঘটনা নয়। এর আগে ২০০৮ সালে ঢাকা টেস্টেও দেখা গিয়েছিল এমনটি। সেবার শ্রীলংকার বিপক্ষে টেস্টের মাঝে পড়েছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন। ২৯ ডিসেম্বর সেই নির্বাচনের দিন রেস্ট ডে হিসেবে বন্ধ ছিল খেলা। 

এমন ঘটনা অবশ্য শ্রীলংকাতেও নতুন নয়। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্ট হয়েছিল ৬ দিনে। সেবার টেস্ট সিরিজের মাঝে লংকানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা) পড়ায় সেদিন খেলা হয়নি। সেবারও টেস্ট ম্যাচ হয়েছিল ৬ দিনে। ফের এমন ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব।

আগামী ১৮ সেপ্টেম্বর গলে ৬ দিনের টেস্টের পর দ্বিতীয় টেস্টে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৬ সেপ্টেম্বর। সেই ম্যাচটিও হবে একই ভেন্যুতে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে লংকানরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম