Logo
Logo
×

খেলা

সেই নাসিম শাহর বলেই ফিরলেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১১:৪০ এএম

সেই নাসিম শাহর বলেই ফিরলেন লিটন

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে চতুর্থদিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। আগেরদিন ফিফটি তুলে নেওয়া মুশফিকুর রহিম ও লিটন দাস এদিন ষষ্ঠ উইকেট জুটিতে ১০০ রান জমা করেছেন স্কোরবোর্ডে। এই দু’জনের ব্যাটে ভর করেই রাওয়ালপিন্ডিতে দাপট দেখাচ্ছিল বাংলাদেশ। তবে এরপর হঠাৎই ছন্দপতন। নাসিম শাহর বলে ৫৬ রানে সাজঘরে ফিরতে হয়েছে লিটনকে। আগের দিনের সঙ্গে এদিন মাত্র ৪ রান যোগ করেছেন লিটন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৩ রান। ১৩২ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ এখন, পাকিস্তানের চেয়ে পিছিয়ে ১১৫ রানে। উইকেট অক্ষত রেখে ব্যাট ব্যবধান কমিয়ে যাচ্ছেন মুশফিক। তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। যেখানে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে স্কোরবোর্ডে ৪৪৮ রান জমা করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। যার জবাবেই এখন ব্যাট করছে বাংলাদেশ। 

প্রথম ইনিংসে ব্যাট করার পথে ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন দীর্ঘ ২ বছর পর জাতীয় দলে ফেরা ওপেনার সাদমান ইসলাম। ফিফটি তুলে আউট হয়েছেন মুমিনুল হক। উইকেটে থাকা মুশফিক ও লিটনও পেয়েছেন ফিফটির দেখা। তবে ফিফটির পর চতুর্থদিনে ইনিংস লম্বা করতে পারেননি লিটন। আগের দিন শেষ বিকেলে নাসিম শাহর এক ওভারে ১৮ রান তুলে ফিফটি আদায় করে নেওয়া লিটন এদিন ফিরেছেন নাসিমের বলেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম