Logo
Logo
×

খেলা

রানের কীর্তিতে তামিমের পাশে মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৩৯ পিএম

রানের কীর্তিতে তামিমের পাশে মুশফিক

মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

এতদিন রেকর্ডটি ছিল শুধুই তামিম ইকবালের। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ১৫ হাজার রানের মাইলফলকে নাম লিখিয়েছেন দেশসেরা ওপেনার। এবার সে কীর্তিতে তার সঙ্গী হলেন মুশফিকুর রহিম।

রাওয়ালপিণ্ডি টেস্টের আগে ১৫ হাজার রানের মাইলফলক থেকে ৩২ রান দূরে ছিলেন মুশফিক। শুক্রবার (২৩ আগস্ট) টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ফিফটি তুলে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। দিনশেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন তিনি। আর এতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা হয়ে যায় মুশফিকের।

ব্যাট হাতে ফের ব্যর্থ সাকিব

প্রথম ইনিংসে ৪৪৮ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। চার ফিফটিতে এখন পাকিস্তানের সে রান পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩১৬।

সাদমান ইসলামের ৯৩ ও মুমিনুল হকের ৫০ রানের ইনিংস দুটির পর শেষ সেশনে ক্রিজে ঘাঁটি গেড়েছেন মুশফিক এবং লিটন দাস। মুশফিকের পাশাপাশি ফিফটি তুলে নিয়েছেন লিটন দাসও। ব্যাটিং উইকেটের ফায়দা তুলে লিটন অপরাজিত আছেন ৫২ রানে। তবে এখনো পাকিস্তানের চেয়ে ১৩২ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম