Logo
Logo
×

খেলা

ব্যাট হাতে ফের ব্যর্থ সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৬:৫৫ পিএম

ব্যাট হাতে ফের ব্যর্থ সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে সাকিবের ব্যর্থতার ধারা অব্যাহত। চলতি বছরে এখন পর্যন্ত দুই টেস্টে ব্যাট করতে নেমে ইনিংসে তার সর্বোচ্চ রান ৩৬। এর মধ্যে গত মার্চে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক ইনিংসে ১৫ ও অপর ইনিংস ৩৬ রান করেছিলেন। এবার রাওয়ালপিণ্ডি টেস্টের প্রথম ইনিংসেও তার ব্যাটে ১৫ রানের বেশি আসেনি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে ১৬ বলে ১৫ রান করেছেন সাকিব। মুশফিকরা যখন পাকিস্তানের গড়া পাহাড়সম রানের দিকে ছুটছে, তখন সাকিব দলকে সাহায্য করতে পারলেন না।

সাইম আইয়ুবের হাওয়ায় ভাসানো বল কাভার ড্রাইভ করেছিলেন সাকিব। কিন্তু সে বল গিয়ে সোজা ঠাঁই পায় এক্সট্রা কাভারে থাকা অধিনায়ক শান মাসুদের হাতে।

সাকিবের বিরুদ্ধে মামলায় দুঃখ পেয়েছেন ‘প্রাক্তন’ মিথিলা

সাকিব ফিরলেও বাংলাদেশের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০১ বলে ৪৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক, লিটন করেছেন ৩১ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৮৬.৩ ওভারে ৫ উইকেটে ২৭৯। এখনো পাকিস্তানের চেয়ে ১৬৯ রানে পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে, মাঠের বাইরেও সাকিবের সময় ভালো কাটছে না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম