Logo
Logo
×

খেলা

জুমার নামাজের কালেকশনের টাকা বন্যা মোকাবিলায় দেওয়ার আহ্বান রুবেলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১১:২২ এএম

জুমার নামাজের কালেকশনের টাকা বন্যা মোকাবিলায় দেওয়ার আহ্বান রুবেলের

ছবি: সংগৃহীত

ভারতীয় পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২ জেলা। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। এ অবস্থায় উদ্ধার ও ত্রাণ সহায়তা জরুরি হয়ে পড়েছে বন্যাদুর্গত এলাকাগুলোতে। দেশের এই সংকটে চলমান বন্যা মোকাবিলায় অভিনব উদ্যোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন।

শুক্রবার সারাদেশে জুমার নামাজে কালেকশন হওয়া সব টাকা বন্যা মোকাবিলায় দেওয়ার আহ্বান জানিয়েছেন রুবেল হোসেন। এ নিয়ে ফেসুবকে তিনি লিখেছেন— ‘আজ শুক্রবার। সারাদেশের সব মসজিদের কমিটি যদি শুধু জুমার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে সারাজীবন মাইলফলক হয়ে থাকবে।’

রুবেল হোসেন আরও লিখেছেন— ‘এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিলে নতুন ইতিহাস রচিত হবে বলে বিশ্বাস করি। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লাখ মসজিদ আছে।’

এদিকে দেশের এই পরিস্থিতিতে প্রার্থনা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি ফেসবুকে লিখেছেন— ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছেন লাখো মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম