Logo
Logo
×

খেলা

কোহলি-বুমরাহ-পান্ডিয়া নয় অন্য তিনজনকে কৃতিত্ব দিলেন রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম

কোহলি-বুমরাহ-পান্ডিয়া নয় অন্য তিনজনকে কৃতিত্ব দিলেন রোহিত

ছবি: সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। ২০০৭ সালের পর যা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। সব মিলিয়ে ১১ বছর পর আইসিসি কোনো ট্রফি জিতল ভারত। ভারতের এমন সাফল্যে বড় ভূমিকা আছে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও ফাইনাল জয়ের নায়ক হার্দিক পান্ডিয়ার। তবে তাদের কারও নাম মুখে না নিয়ে তিনটি স্তম্ভের কথা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, সেই তিন স্তম্ভের জোরেই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পেরেছে তার দল।

রোহিতের চোখে এই তিন স্তম্ভ, ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ, সাবেক কোচ রাহুল দ্রাবিড় ও প্রধান নির্বাচক অজিত আগরকর।

এ বিষয়ে রোহিত বলেন, ‘এই দলটিকে খুব বেশি পরিবর্তন না করা। পরিসংখ্যান ও ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা না করা আমার স্বপ্ন ছিল। যাতে আমরা এমন পরিবেশ তৈরি করি যেখানে লোকেরা মাঠে গিয়ে খুব বেশি চিন্তা না করে স্বাধীনভাবে খেলতে পারে। এটাই দরকার ছিল। আমি আমার তিন স্তম্ভের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, যারা হলেন জয় শাহ, রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগরকর।’

তবে চতুর্থ স্তম্ভ হিসেবে ক্রিকেটারদের অবদানের কথা বলেছেন রোহিত। বলেন, ‘আমি যা করেছি তা করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। খেলোয়াড়দের ভুলে যাবেন না, কেননা তারা সময়ে সময়ে এসেছে দলে। আর আমরা যা অর্জন করেছি তা অর্জনে সহায়তা করেছিল তারা।’

বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়ে রোহিত বলেন, ‘এটি এমন একটি অনুভূতি যা প্রতিদিন আসে না। এটি এমন কিছু যা আমরা সত্যিই আশা করছিলাম। যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তখন আমাদের সবার জন্য সেই মুহূর্তটি উপভোগ করা গুরুত্বপূর্ণ ছিল যা আমরা করেছিলাম। আমাদের সাথে উদযাপন করার জন্য আমাদের দেশের সবাইকে ধন্যবাদ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম