Logo
Logo
×

খেলা

নতুন বিসিবিপ্রধানের কাছে যে প্রত্যাশা গায়ক আসিফের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম

নতুন বিসিবিপ্রধানের কাছে যে প্রত্যাশা গায়ক আসিফের

ছবি: সংগৃহীত

একটা সময় বাংলাদেশ ক্রিকেট দল জয় পেলেই টেলিভিশনে বেজে উঠত গায়ক আসিফ আকবরের গাওয়া গান- বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ। সেই গান এখন আর খুব একটা শোনা না গেলেও এবার ফের পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রিকেটে। বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন বোর্ডপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। যা আশাবাদী করছে কণ্ঠশিল্পী আসিফকেও।

বিসিবিপ্রধান হিসেবে ফারুক দায়িত্ব নেওয়ায় আসিফ স্বপ্ন দেখছেন ক্রিকেটে সুদিন ফেরার। আসিফ নিজেও ঘরোয়া ক্রিকেট খেলায় আগে থেকেই চেনেন ফারুক আহমেদকে। খুব কাছ থেকে ফারুক আহমেদকে দেখায় তাই অন্য সবার চেয়ে একটু বেশিই আশাবাদী আসিফ।

ফারুক আহমেদকে বিসিবিপ্রধান হিসেবে শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘আকস্মিক বন্যার জন্য মন খারাপ। তবুও আপনাকে অভিনন্দন জানাচ্ছি সদ্য নিয়োগ পাওয়া বিসিবি বস ফারুক আহমেদ ভাই। যোগ্য লোক এ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকা জরুরী। আপনাকে নির্বাচন করে অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে, ধন্যবাদ।’

আসিফ আরও লিখেছেন, ‘কিশোর বয়স থেকে ক্রিকেটার ফারুক ভাইয়ের ডেডিকেশনের গল্প শুনেছি, পরবর্তীতে বিগ ব্রাদার হিসেবে আপনাকে পেয়েছি। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের পরীক্ষিত বীর। এবার আমি নিশ্চিত ক্রিকেটপাগল জাতি আর বিবি- গোলামের বাক্সে আটকে থাকবে না। অনেক শুভকামনা রইলো ফারুক ভাই। আপনার হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। ভালবাসা অবিরাম…।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম