Logo
Logo
×

খেলা

ভেস্তে গেল দ্বিতীয় সেশনও, টস হবে বিকাল ৩টায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:৪১ পিএম

ভেস্তে গেল দ্বিতীয় সেশনও, টস হবে বিকাল ৩টায়

ছবি সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে মাঠে নামতে অপেক্ষা বাড়ছে বাংলাদেশ-পাকিস্তানের। ভেজা আউটফিল্ডের কারণে এরইমধ্যে প্রথম দিনের শুরুর দুই সেশন ভেস্তে গেছে।  

তবে আপাতত মিলেছে ইতিবাচক খবর। বাংলাদেশ সময় দুপুর ৩টায় টসের জন্য সময় নির্ধারণ করেছে মাঠের আম্পায়ররা। এর আধঘণ্টা পর অর্থ্যাৎ সাড়ে ৩টায় শুরু হবে খেলা।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, দুই সেশন বাতিল হওয়ায় আজ দিনের খেলা হবে ৪৮ ওভার। খেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রয়োজন হলে অতিরিক্ত আরো ৩০ মিনিট খেলা চলবে।

এর আগে শুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে মাঠ প্রস্তুত হয়নি। পরে বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা। কিন্তু আউটফিল্ডের সন্তোষজনক উন্নতি না হওয়ায় বাংলাদেশ সময় ১২টায়ও টস শুরু করা যায়নি।  

এরপর দুই দফায় বাংলাদেশ সময় দুপুর ১টা এবং ২টায় আবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তাতেও পরিস্থিতির বদলায়নি। এবার সবশেষ খেলা শুরুর জন্য দুপুর ৩টা নির্ধারণ করা হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম