Logo
Logo
×

খেলা

পাকিস্তান ১২, বাংলাদেশ ০; রেকর্ড বদলাবে এবার?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

পাকিস্তান ১২, বাংলাদেশ ০; রেকর্ড বদলাবে এবার?

সিরিজের ট্রফির সঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি: বিসিবি

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সুখকর নয়। ১৩ ম্যাচ খেলে ১২টিতেই হার, অন্য ম্যাচটি ড্র হয়েছে। দুঃসহ এই রেকর্ডের চোখরাঙানি সঙ্গী করেই বুধবার (২১ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

খেলা এবার পাকিস্তানের মাটিতে। দুই ম্যাচের সিরিজ। ম্যাচ দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পাকিস্তান এখন ছয় নম্বরে, বাংলাদেশের অবস্থান আট। সবমিলিয়ে কঠিন এক চ্যালেঞ্জ হাজির বাংলাদেশের সামনে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।’

একে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড সুখকর নয়, তার ওপর সাদা পোশাকে বাংলাদেশের ফর্মও যাচ্ছেতাই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ১-১ সমতায় শেষ করেছিল। পরে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছে ২-০ ব্যবধানে।

‘রাজনীতির কারণে সাকিবের পারফরম্যান্সে প্রভাব পড়বে না’ 

তবে শান্ত সব ভুলে পাকিস্তানের বিপক্ষে ভালো করার দিকেই মনোনিবেশ করছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো সিরিজ গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’

রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে টস গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন শান্ত, ‘হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

সিরিজ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। আঙুলে চোট পেয়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তবে মুশফিককে নিয়ে আসার কথা জানালেন শান্ত, ‘বেশিরভাগ ক্রিকেটার এখন ফিট আছে। প্রথম ম্যাচের জন্য এভেইলেবল আছে মুশফিকুর রহিম।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম