Logo
Logo
×

খেলা

মিরপুরে হঠাৎ অনুশীলনে মাহমুদউল্লাহ, কিসের প্রস্তুতি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:০৪ পিএম

মিরপুরে হঠাৎ অনুশীলনে মাহমুদউল্লাহ, কিসের প্রস্তুতি?

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে সেই প্রস্তুতি নেওয়া ক্রিকেটারদের তালিকায় ছিলেন না মাহমুদউল্লাহ। আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় ছুটিতেই ছিলেন তিনি। 

তবে মঙ্গলবার হঠাৎই অনুীশলন করতে দেখা গেছে মাহমুদউল্লাহ রিয়াদকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন কি জন্য এই প্রস্তুতি নিচ্ছেন মাহমুদউল্লাহ।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর মাহমুদউল্লাহর অবসরের দাবি তোলা হলেও তিনি এখনও অবসর বলেননি। আরও কিছুদিন দেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়েই অনুশীলন করছেন তিনি। তাছাড়া সামনেই ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে যা অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে।

তিনি যে সেই সিরিজ সামনে রেখেই নিজেকে প্রস্তুত করছেন তা বলাই যায়। এদিন কেবল মাহমুদউল্লাহ নয় অনুশীলন করেছেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও স্পিনার রিশাদ হোসেন। তবে মাহমুদউল্লাহকে এদিন ব্যাটিংয়েই বেশি সময় কাটাতে দেখা গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম