Logo
Logo
×

খেলা

মিরপুরের মাঠে বসে খেলা দেখার স্মৃতিচারণ উপদেষ্টা আসিফের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম

মিরপুরের মাঠে বসে খেলা দেখার স্মৃতিচারণ উপদেষ্টা আসিফের

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে মিরপুরের মাঠ ঘুরিয়ে দেখিয়েছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শন করেছেন আসিফ মাহমুদ। সোমবার (১৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও ঘুরে দেখেছেন তিনি।

আসিফ মাহমুদকে মিরপুরের মাঠ ঘুরিয়ে দেখিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় এই মাঠে বসে নিজের খেলা দেখার স্মৃতিচারণ করেন ক্রীড়া উপদেষ্টা।

মাঠ ঘুরে দেখার এক পর্যায়ে তামিম ইকবাল পূর্ব পাশের গ্যালারির দিকে আঙুল দেখিয়ে আসিফের উদ্দেশে বলেন, ‘এখানে একটা ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিন ছিল। ঝড়ে ভেঙে গেছে।’

বিসিবিতে কাজ করার প্রস্তাব পেলেন ফারুক আহমেদ

তামিমের এমন কথায় স্মৃতির ঝাঁপি খোলেন ক্রীড়া উপদেষ্টা, ‘হ্যাঁ, আমি দেখেছি। ২০১৪ সালে যখন মাঠে এসেছিলাম। সম্ভবত এখানে বসেই খেলা দেখেছি।’

বিসিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেল ৩টায় মাঠ ছাড়েন আসিফ মাহমুদ। বিসিবিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ক্রীড়া উপদেষ্টা।

এদিকে আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনে আসার দিনই বিসিবি পরিচালকের পদ ছেড়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম