Logo
Logo
×

খেলা

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফের

আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

টালমাটাল এক সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা আসিফ মাহমুদ। বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব পেয়ে দৌড়ঝাঁপ করছেন তিনি। এরই মধ্যে দেশের ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই উপদেষ্টা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ বেশিরভাগ ফেডারেশনের নেতৃস্থানীয় পদে এতদিন জেঁকে বসেছিলেন আওয়ামী লীগের নেতারা। সরকার পতনের পর থেকে এই নেতাদের অনেকেই লাপাত্তা। তাদের করাল গ্রাস থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করে অরাজনৈতিক নেতৃত্ব তৈরি করার চ্যালেঞ্জ এখন উপদেষ্টার সামনে।

একইসঙ্গে ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করাও বড় এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে আসিফ মাহমুদের জন্য। রোববার (১৮ আগস্ট) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ক্রীড়াঙ্গনে দুর্নীতির প্রসঙ্গ উঠলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আমরা এরই মধ্যে ক্রীড়াক্ষেত্রে যে দুর্নীতি ও অন্যায়ের অভিযোগগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা সেগুলো খুঁজে বের করে মিডিয়ায় প্রকাশ করছেন। আপনাদেরও ধন্যবাদ জানাই। এ বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য আমি এরই মধ্যে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’

ধীরগতির ইন্টারনেটে বিরক্ত শান্তরা

দেশের প্রতিটি ক্রীড়া ফেডারেশনের গঠনতন্ত্র গণতান্ত্রিক করার ওপর জোর দিয়ে আসিফ মাহমুদ যোগ করেন, ‘আমাদের প্রত্যেক ফেডারেশনের যে গঠনতন্ত্র আছে, সেগুলো (গঠনতন্ত্র) যেন গণতান্ত্রিক হয়, একনায়কতন্ত্র চর্চার সুযোগ না থাকে, সেগুলোও প্রভাবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটা সার্চ কমিটি গঠন করে দেব, যারা প্রতিটি ফেডারেশনের বর্তমান অবস্থা দেখবে। যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা আছেন কি না (দায়িত্বে) এবং তাদের ব্যাকগ্রাউন্ড কী, কিসের ওপর ভিত্তি করে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা (সার্চ কমিটি) প্রতিবেদন প্রকাশ করবেন। যে খেলার সঙ্গে যিনি সংযুক্ত এবং কাজ করে আসছেন, তাদের দিয়েই ফেডারেশনগুলো ঢেলে সাজাব। রাজনৈতিক সংশ্লিষ্টতা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম