Logo
Logo
×

খেলা

বাদ পড়ার শঙ্কা এড়িয়ে সেমির পথে এইচপি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৪৮ পিএম

বাদ পড়ার শঙ্কা এড়িয়ে সেমির পথে এইচপি

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান ৯ দলের টুর্নামেন্ট টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ এইচপি দল। তবে ষষ্ঠ ম্যাচে এসে ফের জয় তুলে এখন সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে এইচপি। সেমির রেসে টিকে থাকার ম্যাচে পার্থ স্কচার্সকে ১২৯ রানে আটকে রাখার পর ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলেছে আকবর আলির দল।

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া পার্থ স্কচার্স। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারালেও এরপর তৃতীয় উইকেট জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটে পার্থ। ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। এরপর চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। 

টিগু উইলি ফিফটি পেলেও তা ছিল না টি-টোয়েন্টি সুলভ। ৫৬ বলে ৫৬ রান করেন তিনি। আর তাতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১২৯ রানের লড়াকু পুঁজি পায় পার্থ স্কচার্স।

জবাবে বাংলাদেশ এইচপি দলের শুরুটা হয়নি ভালো। দলীয় ১৫ রানে ৩ উইকেট হারালে শঙ্কা জেঁকে বসে হারের। পরে সেই শঙ্কা দূরে ঠেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহফুজুর রহমান রাব্বি। ১৩ বলে ৩২ রানের অনবদ্য এক ইনিংস খেলে ৩ বল আগে বাংলাদেশকে নাটকীয়ভাবে ম্যাচ জেতান তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক আকবর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম