‘দল নির্বাচনে বিসিবি সভাপতির কোনো প্রভাব অনুভব করিনি’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৫:০৪ পিএম
গাজী আশরাফ হোসেন লিপু। ছবি: সংগৃহীত
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দল নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়টি নিজেই বেশ কয়েকবার কথার ছলে স্বীকার করেছেন। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথা ভিন্ন। তার সময়ে সভাপতি দল নির্বাচনে কোনো দখল দেননি বলে উল্লেখ করেছেন তিনি।
বলে রাখা ভালো, প্রধান নির্বাচক পদে খুব বেশি সময় হয়নি লিপুর। তার আগে দীর্ঘ সময় মিনহাজুল আবেদিন নান্নু প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় প্রায়ই দল নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠত। বোর্ড সভাপতির প্রভাব বিস্তারের বিষয়টিও যে আলোচনায় আসেনি, তেমন নয়।
চলতি বছর সব টেস্ট খেলার ‘নিশ্চয়তা’ দিয়েছেন সাকিব
তবে দেশের ইতিহাসের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু প্রধান নির্বাচক পদে এখন পর্যন্ত তার ছয় মাসের কার্যকালে স্বাধীনভাবে কাজ করতে পারার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘দল যেহেতু চূড়ান্তভাবে অনুমোদন করতেন সভাপতি, উনি ব্যাখ্যা চাইতেন। সেটা চাইতেই পারেন। আমরা ব্যাখ্যা দিতাম। এছাড়া সভাপতি সাহেবের প্রভাব আমি অন্তত অনুভব করিনি।’
যদিও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দল নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইমরুল কায়েস, নুরুল হাসান সোহানরা। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচক বলেন, ‘আজ আমি পাকিস্তান সফরের দল নিয়ে কথা বলব। তবে কোনো ক্রিকেটার যদি নিজেকে বঞ্চিত ভাবেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব।’