Logo
Logo
×

খেলা

ইতিহাস গড়ে ম্যারাথনের সেরা সিফান হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৬:২৮ পিএম

ইতিহাস গড়ে ম্যারাথনের সেরা সিফান হাসান

সিফান হাসান। ছবি: সংগৃহীত

অলিম্পিকের নারী ম্যারাথনে ইতিহাস গড়েছেন ডাচ দৌড়বিদ সিফান হাসান। ইথিওপিয়ার টাইজেস্ট আসিফার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বর্ণ পদক জয় করেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে অলিম্পিক ম্যারাথনে প্রথম স্বর্ণ জয়ের কৃতিত্ব এখন তার।

প্যারিস অলিম্পিকের মেয়েদের ম্যারাথনে স্বর্ণ পদক জয় করতে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন সিফান। ২০১২ লন্ডন অলিম্পিকে ইথিওপিয়ার টিকি জেলানার গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছেন তিনি। লন্ডন অলিম্পিকে ২ ঘণ্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড গড়েছিলেন জেলানা।

প্যারিস অলিম্পিকে এটা সিফানের তৃতীয় পদক এবং সবমিলিয়ে ষষ্ঠ। ম্যারাথনে অবিশ্বাস্য কীর্তি গড়ে উচ্ছ্বাসে ভাসছেন ইথিওপিয়ান বংশোদ্ভূত এই ডাচ অ্যাথলেট ‘মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি। ম্যারাথন আমার কাছে বিশেষ কিছু। আপনি যখন দুই ঘণ্টা ২০ মিনিটের বেশি সময়ে ৪২ কিলোমিটার অতিক্রম করবেন, তখন প্রতিটি পদক্ষেপে অনুভব করবেন, এটা ভীষণ কঠিন এবং কষ্টদায়ক।’

পাকিস্তানের আমন্ত্রণে চারদিন আগেই যাচ্ছে বাংলাদেশ দল

এবারের ম্যারাথনের অন্য প্রতিদ্বন্দ্বীরাও বেশ ভালো পারফর্ম করেছেন জানিয়ে সিফান যোগ করেন, ‘যখন দৌড় শেষ করলাম, ওই মুহূর্তটায় মুক্তি অনুভব করছিলাম। এটা অবিশ্বাস্য। আমার কখনই এমন কিছুর অভিজ্ঞতা হয়নি; এমনকি, অন্য যে ম্যারাথনে দৌড়েছি, সেখানেও এত হাড্ডাহাড্ডি লড়াই হয়নি।’

সিফানের চেয়ে মাত্র ৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দৌড় শেষ করায় রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইথিওপিয়ার আসিফাকে। ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার হেলেন ওবিরি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম