গামিনি ডি সিলভা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পিচ কিউরেটর গামিনি ডি সিলভা ঢাকা ছেড়েছেন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার লংকান এই কিউরেটর ছুটি নিয়ে ঢাকা ত্যাগ করেছেন। ছুটি শেষে কবে ফিরবেন সেটা এখনো জানা যায়নি।
জানা যায়, চলতি মাসের ২০ তারিখে তার ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই ঢাকা ত্যাগ করলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘসময় ধরে কাজ করছেন লংকান কিউরেটর গামিনি। বিসিবির এক পরিচালকের বিশেষ অনুগ্রহে ২০০৮ সালে বিসিবিতে নিয়োগ পান এ লঙ্কান।
২০০৯ সালে কিউরেটর পদে গামিনিকে স্থায়ী করা হয়। শুরুতে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেলেও পরে কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে প্রায় এক যুগের বেশি সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রয়েছেন এই কিউরেটর। বিসিবির সঙ্গে তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।
উল্লেখ্য, দেশের ক্রিকেটে বরাবরই আলোচিত ব্যক্তিত্ব গামিনি। বিভিন্ন সময়ে পিচের মানের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।