Logo
Logo
×

খেলা

শেষবেলায় সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ ব্রাজিলিয়ান কিংবদন্তির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:৪৫ এএম

শেষবেলায় সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ ব্রাজিলিয়ান কিংবদন্তির

ছবি: সংগৃহীত

ব্রাজিলের নারী ফুটবলে এক কিংবদন্তি মার্তা ভিয়েরা দ্য সিলভা। ৬ বার ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার উঠেছে তার হাতে। সেই তিনি শেষবেলায় ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন প্যারিস অলিম্পিক জিতে। তবে তার সেই স্বপ্ন সত্যি হয়নি। প্যারিস অলিম্পিকের নারী ফুটবল ইভেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলে হেরে সোনা হাতছাড়া করতে হয়েছে তার দল ব্রাজিলকে।

অলিম্পিকে অবশ্য নারী ফুটবল ইভেন্টে বরাবরই দাপট দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এবার নিয়ে রেকর্ড ৫ বার সোনা জিতল যুক্তরাষ্ট্র। যদিও তাতে ব্রাজিলের আক্ষেপটা আরও বেড়েছে। কেননা এ নিয়ে তৃতীয় দফা ফাইনালে পা রেখেও হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। যেখানে তিনবারেই প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র।

আর অলিম্পিকের যেই তিন আসরের ফাইনাল খেলেছে ব্রাজিল। তার প্রতিটি আসরেই ছিলেন মার্তা। ২০০৪, ২০০৮ সালের পর ২০২৪, ব্রাজিলের হয়ে অলিম্পিক জয়ের শেষ চেষ্টাটা তিনি করেছিলেন। তবে তার সেই চেষ্টা শেষ পর্যন্ত আক্ষেপের কারণ হয়েছে। যার ফলে ব্রাজিলের সর্বকালের সেরা এই নারী ফুটবলারকে ক্যারিয়ার শেষ করতে হচ্ছে বড় কোনো দলীয় সাফল্য ছাড়াই।

এই ৩৮ বছর বয়সি ফুটবলার অবশ্য এখনো বিদায় বলেননি ফুটবলকে। তবে আগেই নিশ্চিত করেছিলেন চলতি বছরই ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন তিনি। সে হিসাবে এটাই ছিল তার শেষ বড় আসর। 

বিদায়বেলায় মার্তার কণ্ঠে অবশ্য আক্ষেপ ঝরে পড়েনি। তিনি বলেন, ‘যখন ২০০৪, ২০০৮ সালে রৌপ্যপদক পাই, আমি এখনকার মতো এতটা গর্ববোধ করিনি। কারণ আরও একটি অলিম্পিক ফাইনালে খেলতে ১৬ বছরের অপেক্ষা করতে হয়েছে, যা ব্রাজিলের কেউ বিশ্বাসও করেনি। এই পদক সেই গর্ব ফিরিয়ে এনেছে। দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে জানে, প্রতিভা আছে এবং তার যথাযথ মূল্যায়ন দরকার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম