ছবি: সংগৃহীত
তোমাকে পাশে পেলে আমি পৃথিবী জয় করতে পারি— প্রেমের অমর বাণী হিসেবে বহুল ব্যবহৃত এ কথাটিকেই যেন বাস্তবে রূপ দিলেন নেদারল্যান্ডসের দুই হকি তারকা। তাদের প্রেমের গল্পটা এখন আর কেবল হকির মাঠেই সীমাবদ্ধ নয়; ছড়িয়ে পড়েছে বিশ্বে। এখন দুজনেই অলিম্পিকের সোনাজয়ী।
একদিন আগে অলিম্পিক হকিতে ছেলেদের ইভেন্টে জার্মানিকে পেনাল্টিতে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জয়ের আনন্দে ভেসেছিল নেদারল্যান্ডস। সেই দলের হয়ে সোনা জয়ের কীর্তি গড়েছেন থিস ফন ডাম।
তার ২৪ ঘণ্টা পর মেয়েদের হকিতে চীনের বিপক্ষে সোনা জয়ের মিশনে নামেন ডাচ মেয়েরা। সেই ম্যাচেও পেনাল্টিতে ৩-১ গোলে জিতে সোনা জিতেছেন ডাচরা। আর সেই দলের হয়ে খেলেছেন পিয়েন স্যান্ডার্স। যিনি কিনা পুরুষ দলের খেলোয়াড় থিস ফন ডামের প্রেমিকা। অর্থাৎ ২৪ ঘণ্টা সময়ের ব্যবধানে প্রেমিক-প্রেমিকাকে সোনা জিততে দেখল গোটা বিশ্ব।
শুধু তাই নয়, অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে সোনা জিতল নেদারল্যান্ডস। যেই সোনা জয়ের মাধ্যমে এখন আলোচনায় থিস ফন ডাম-পিয়েন স্যান্ডার্স প্রেমিক যুগল।