Logo
Logo
×

খেলা

পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন রাজ্জাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন রাজ্জাক

ছবি: সংগৃহীত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে পাকিস্তানের মাটিতে ‘এ’ দলকে পাঠাচ্ছে বিসিবি। উদ্দেশ্য সেখানকার কন্ডিশনের সঙ্গে আগভাগেই মানিয়ে নিয়ে সেরা সাফল্য পাওয়া। সফরে ‘এ’ দল দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। সেই লক্ষ্যে শুক্রবার দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।

পাকিস্তান সফর নিয়ে রাজ্জাক বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে— যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের 'এ' দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনো দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা 'এ' দল পাঠিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেওয়া যায়, তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।’

দেশের বর্তমান অবস্থা এই সফরের কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে রাজ্জাক বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সব কিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নেই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে। সাধারণত রাজনৈতিক কোনো প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম