Logo
Logo
×

খেলা

ভারতকে হারিয়ে পাকিস্তানের সোনা জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১১:২৯ এএম

ভারতকে হারিয়ে পাকিস্তানের সোনা জয়

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকের জ্যাভেলিন থ্রো-তে ইতিহাস গড়লেন পাকিস্তানের অ্যাথলেট আরশাদ নাদিম। প্রথম কোনো পাকিস্তানি হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন তিনি।

জ্যাভেলিন থ্রো-তে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন আরশাদ। এতদিন বেইজিং অলিম্পিকে রেকর্ড ছিল নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটার। এবার সেটা টপকে গেছেন আরশাদ। তার জ্যাভেলিন অতিক্রম করেছে ৯২.৯৭ মিটার দূরত্ব।

আরশাদের কাছে হেরেছে টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরা। তিনি ছুড়েছেন ৮৯.৪৫ মিটার। জিতেছেন রুপা। এই ইভেন্টে ৮৮.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

এর আগে টোকিওতে পঞ্চম হয়েছিলেন নাদিম। তবে পরে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন আরশাদ। যদিও সেই ইভেন্টে ছিলেন না চোপরা। পরে গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে চোপরার কাছে হেরে রুপা জেতেন আরশাদ। এবার অলিম্পিকের মূল মঞ্চে চোপরাকে হারিয়ে জিতলেন সোনা। সেই সঙ্গে গড়লেন ইতিহাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম