বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরলেন নাসিম শাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১০:২৬ পিএম
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত সেই দলে ফিরেছেন ২১ বছর বয়সি তারকা পেস বোলার নাসিম শাহ।
শেষবার তিনি টেস্ট ম্যাচ খেলেছিলেন শ্রীলংকায় ১৩ মাস আগে। ১৭ টেস্ট খেলা নাসিমকে সাম্প্রতিককালে ভুগিয়েছে চোটজনিত সমস্যা। আরেক ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিও আছেন দলে। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ২১ আগস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৩ সেপ্টেম্বর।
পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ জেসন গিলেস্পির এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। অধিনায়ক শান মাসুদের ডেপুটি নিযুক্ত হয়েছেন বাঁ-হাতি মিডল-অর্ডার ব্যাটার সাউদ শাকিল। ১৭ খেলোয়াড়ের মধ্যে ১৩ জন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলেছেন গত ডিসেম্বর-জানুয়ারিতে।
বাংলাদেশ দলের ইসলামাবাদে পৌঁছার কথা ১৭ আগস্ট।
পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।