বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে ১৬ বছর পর অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। মঙ্গলবার রাতে মার্শেইয়ে সেমিফাইনালে দলের সবচেয়ে বড় তারকা মার্তাকে ছাড়াই নারী ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দল স্পেনকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
শনিবার প্যারিসে সোনা জয়ের লড়াইয়ে রেকর্ড চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দুবারের রানার্সআপ ব্রাজিল। প্রথম সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে মেয়েদের ফুটবলের সফলতম দল যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন সোফিয়া স্মিথ।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় সেমিফাইনালে খেলতে পারেননি মার্তা। কিন্তু তাকে ছাড়াই স্পেনের সোনার স্বপ্ন গুঁড়িয়ে ব্রাজিল নিয়েছে মধুর প্রতিশোধ। আÍঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন গাবি পোর্তিলহো, আদ্রিয়ানা ও কেরোলিন। সালমা পারাইউলোর জোড়া গোলে ব্যবধান কমায় স্পেন।
সতীর্থদের বীরত্বে ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে অলিম্পিকে সোনার পদক জিততে না পারার আক্ষেপ ঘোচানোর আরেকটি সুযোগ পেলেন মার্তা। এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে রুপা জিতেছিল ব্রাজিল। দুবারই তারা ফাইনালে হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে। এবার প্রতিশোধের ফাইনালে মার্তাকে নিয়েই নামবে ব্রাজিল।