ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে লংকান অফ স্পিনার দুনিথ ওয়ালালাগের উল্লাস। ছবি-ক্রিকইনফো
ভারতকে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল স্বাগতিক শ্রীলংকা ক্রিকেট দল। বুধবার সিরিজের শেষ ম্যাচে ভারতকে ২৬.১ ওভারে ১৩৮ রানে অলআউট করে ১১০ রানের জয় পায় শ্রীলংকা। এই জয়ে ২-০তে সিরিজ জিতে নেয় লংকানরা। ২৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাল লংকানরা।
বুধবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৪৮ রান করে শ্রীলংকা। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওপেনার অভিস্কা ফার্নান্দো। তিনি ১০২ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯৬ রান করে ফেরেন। মাত্র ৪ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি।
৮২ বলে চার বাউন্ডারিতে ৫৮ রান করেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা কুশাল মেন্ডিস। ৬৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৫ রান করে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ভারতের হয়ে ৫৪ রানে ৩ উইকেট নেন রায়ান পরাগ।
৩০০ বলে ২৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব শুরু করেছিলেন ওপেনার রোহিত শর্মা। ৪.৩ ওভারে দলের সংগ্রহ ছিল ৩৭ রান।এরপর লংকান অফ স্পিনার দুনিথ ওয়ালালাগের বলে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।
উদ্বোধনীতে ৩৭ রান করার পর মাত্র ৬৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত। শেষ পর্যন্ত ২৬.১ ওভারে ১৩৮ রানে অলআউট হয় ভারত।
দলের হয়ে ২০ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৫ বলে দুই চার আর তিন ছক্কায় ৩০ রান করেন ওয়াশিংটন সুন্দার। সাবেক অধিনায়ক বিরাট কোহলি ১৮ বলে ২০ রান করেন। শ্রীলংকার হয়ে দুনিথ ওয়ালেলাগে ৫.১ ওভারে ২৭ রানে ৫ উইকেট শিকার করেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ২৩০ রানে অলআউট হয় ভারত। সেই ম্যাচটি টাই মীমাংসা হয়।
এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ভারত ৪২.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়।