Logo
Logo
×

খেলা

‘ক্রিকেটকে যারা ধ্বংস করছে তাদের কোনো দায়িত্বে দেখতে চাই না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

‘ক্রিকেটকে যারা ধ্বংস করছে তাদের কোনো দায়িত্বে দেখতে চাই না’

দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করছে তাদের আর কোনো দায়িত্বে দেখতে চাই না। গতকাল ফেসবুকে করা এক পোষ্টে এমনটি বলেছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা পেস বোলার রুবেল হোসেন। 

গত ৫ আগস্ট সোমবার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সভাপতির দেশত্যাগের পর থেকেই শুরু হয়েছে ক্রিকেটের পালাবদলের গুঞ্জন। 

গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে রুবেল হোসেন লিখেছেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।

জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই তারকা পেসার আরও লিখেন, একইভাবে চান্ডিকা হাতুরুসিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম