কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদ (বামে) ও মীর মুগ্ধ (ডানে)। ছবি: সংগৃহীত
দেশের পথে পথে উল্লাস করছে ছাত্র-জনতা। আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এমন সময়ে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো রংপুরের আবু সাঈদ এবং ঢাকার মীর মুগ্ধদের স্মরণ করেছেন জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব।
আজ সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আবু সাঈদ মুগ্ধরা মরে না। তারা বেঁচে থাকে আমাদের অন্তরে প্রজন্ম থেকে প্রজন্মে..।’
গত ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২৫)। তার মৃত্যু দেশজুড়ে আলোড়ন তোলে। এরপর দেশের বহু জায়গায় ছাত্র-জনতা মাঠে নেমে আসেন।
অন্যদিকে ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করার সময় গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার সেই ডাক– ‘পানি লাগবে কারো, পানি, পানি?’ এখনো মানুষের কানে ভাসে।