Logo
Logo
×

খেলা

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলংকা

জেফরি ভ্যান্ডারসের লেগ স্পিনে শ্রীলংকার অবিশ্বাস্য জয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় ২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ৯৭ রান করে জয়ের পথেই ছিল ভারত।

এরপর মাত্র ১১১ রানে ১০ উইকেট হারিয়ে ৩২ রানে হেরে যায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতকে হারিয়ে ১-০তে এগিয়ে গেল শ্রীলংকা। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়। সেই ম্যাচে শ্রীলংকা আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩০ রান করে। টার্গেট তাড়ায় ৪৭.৫ ওভারে ২৩০ রানেই অলআউট হয় ভারত।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে করেন ওপেনার অভিস্কা ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস। ভারতের হয়ে ৩০ রানে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

টার্গেট তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ২০৮ রানে অলআউট হয় ভারত। অবশ্য ইনিংসের শুরুতে রীতিমতো তাণ্ডব চালান ওপেনার রোহিত শর্মা। ১৩.৩ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৯৭ রান। অধিনায়ক রোহিত ৪৪ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৪ রান করে ফেরেন। 

এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টিম ইন্ডিয়া। বিনা উইকেটে ৯৭ রান করা ভারত এরপর ৫০ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। ২৩.১ ওভারে ১৪৭ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া।

দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার চেষ্টা করেন স্পিনার অক্ষর প্যাটেল। তিনি ৪৪ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৪ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলে ভারতের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়।

এরপর অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর, দুই পেস বোলার মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং আসা-যাওয়ার মিছিলে অংশ নিলে ৪২.২ ওভারে ২০৮ রানেই অলআউট হয় ভারত।

শ্রীলংকার ৩২ রানের জয়ে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন জেফরি ভ্যান্ডারসে।

৭ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কলম্বোয় অনুষ্ঠিত হবে। সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম