Logo
Logo
×

খেলা

অ্যাথলেটিক্সে রেকর্ড গড়ে উগান্ডার স্বর্ণজয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম

অ্যাথলেটিক্সে রেকর্ড গড়ে উগান্ডার স্বর্ণজয়

জশুয়া চেপতেগেই। ছবি: সংগৃহীত

পুরুষদের অ্যাথলেটিক্সে ১০ হাজার মিটার ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন উগান্ডার জশুয়া চেপতেগেই। স্তাদ দে ফ্রান্সে চেপতেগেই ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ডে ফিনিশ লাইন ছুঁয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন। আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। ২০০৮ বেইজিং অলিম্পিকে ২৭ মিনিট ১.১৭ সেকেন্ড সময় নিয়ে ফিনিশ লাইন ছুঁয়েছিলেন তিনি।

পুরুষদের অ্যাথলেটিকসে ১০,০০০ মিটারের বিশ্ব রেকর্ডটাও চেপতেগেইরই। ২৬ মিনিট ১১ সেকেন্ডে ১০ হাজার মিটার পাড়ি দিয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন। এবার অলিম্পিক রেকর্ডের সঙ্গে সোনা জয়ের আক্ষেপও ঘোচালেন।

‘তোমাদের ব্যথা অনুভব করছি’ জামাল ভূঁইয়ার বার্তা

এবার অলিম্পিকে এটাই উগান্ডার প্রথম পদক। দেশকে স্বর্ণপদক এনে দেওয়ার পর ২৭ বছর বয়সী চেপতেগেই বলেছেন, ‘তরুণেরা জীবনে যা অর্জন করতে চায়, তা অর্জন করাই তাদের স্বপ্ন। ১৬ বছর আগে বেইজিংয়ে গ্রেট কেনেনিসা বেকেলেকে জিততে দেখেছি। তখন থেকেই এটা আমার হৃদয়ে লালন করেছি। আমি বলেছিলাম, কোনো না কোনো দিন আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হব।’

টোকিওর হতাশা প্যারিসে দূর করতে পেরে উচ্ছ্বসিত চেপতেগেই যোগ করেন, ‘অনেক দিন ধরে এটা (অলিম্পিকে ১০,০০০ মিটারে সোনার পদক) জিততে চেয়েছি। টোকিওতে রুপা পাওয়ার পর হতাশ ছিলাম। এবার আমি আরও সাহস নিয়ে দৌড়েছি। তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এই পদক মিস করছিলাম। এখন আমি নিজের সংগ্রহে এটা যোগ করতে পারব। এটা আমার কাছে চমকপ্রদ ব্যাপার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম