চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোটি কোটি টাকা আয়ের সুযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম
একটা সময়ে খেলাধুলা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন ছিল না অর্থের মোহ। কিন্তু খেলাধুলায় পেশাদারিত্ব আসার পর থেকেই অর্থের ঝনঝনানি বেড়েছে। বর্তমান বিশ্বে এমন অনেক তারকা আছেন যারা মাঠে খেলেই বিশ্বের সেরা ধনীদের তালিকায় স্থান করে নিয়েছেন।
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি যারা জিতবে, তারা পাকে কোটি কোটি টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সভাপতিত্বে আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটি যাচাই-বাছাই করে বাজেটের অনুমোদন দিয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ‘আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন ডলার। এর সাথে অতিরিক্ত খরচের জন্য ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।’
অতিরিক্ত বাজেটের বিষয়ে সূত্রটি জানিয়েছে, ভারত যদি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যায় তাহলে বিকল্প ভেন্যুতে খেলার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের জন্য বাড়তি খরচ বরাদ্দ রাখা হয়েছে।
তবে পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজন করতে নির্ধারিত অতিরিক্তি ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয়ের জন্য যথেষ্ট নয় বলে সূত্রের দাবী।
গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না থাকায় হাইব্রিড মডেলে হয়েছিল এশিয়া কাপ।