Logo
Logo
×

খেলা

দেশের দ্রুততম মানবের দৌড়ও বাছাইপর্বেই শেষ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

দেশের দ্রুততম মানবের দৌড়ও বাছাইপর্বেই শেষ

ইমরানুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অলিম্পিকে কোনো পদক জিতবেন সে আশা হয়ত কেউ করেননি। তবে অন্তত বাছাইপর্বে ভালো করবেন, এমনটা প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু সে আশায় গুঁড়েবালি!

প্রিলিমিনারি রাউন্ড থেকেই বাদ পড়েছেন ইমরানুর। আজ শনিবার ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১০.৭৩ সেকেন্ড। এতে নিজের হিটে ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়ে অলিম্পিকেই দৌড় শেষ হয়েছে তার।

তুরস্কের শুটার ইউসুফকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ইমরানুরের হিট থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ হওয়া পানামার অ্যাথলেটের টাইমিং ১০.৩৪ ও সিশেলসের অ্যাথলেটের টাইমিং ১০.৫১।

প্রিলিমিনারিতে ছয় হিটের শীর্ষ দুইজন করে এবং সবার টাইমিং মিলিয়ে আরো ৪ জন উঠেছেন প্রথম রাউন্ডে। প্রিলিমিনারি হিট থেকে সবমিলিয়ে যে ১৬ অ্যাথলেট প্রথম রাউন্ড উঠেছেন তাদের মধ্যে ১৬ নম্বর অ্যাথলেটের টাইমিং ১০.৫৪।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম