Logo
Logo
×

খেলা

পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে সমস্যার সমাধান দিলেন মুশতাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৪:০৮ পিএম

পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে সমস্যার সমাধান দিলেন মুশতাক

ছবি: সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্ব ব্যর্থ হয়েছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে বাবর আজমের নেতৃত্বে থাকা নিয়ে। বাবরের আগে শাহীন শাহ আফ্রিদিকে বসানো হয়েছিল নেতৃত্বের চেয়ারে। তবে মাত্র এক সিরিজ স্থায়ী হয় তার নেতৃত্ব। সব মিলিয়ে পাকিস্তানে এই একের পর এক নেতৃত্ব পরিবর্তন নিয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।

বাবর আজমের নেতৃত্ব নিয়ে মুশতাক বলেন, ‘অনেকেই বলছেন তার (বাবর আজম) অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিয়মিত খেলোয়াড় হিসেবে খেলতে হবে। কিন্তু এই সব কথা বাইরে থেকে আসছে। বাইরের লোকেদের কথায় আমাদের কান দেওয়া উচিত নয়। যারা ভেতর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তাদের দেখতে হবে আসলে কী ঘটছে এবং সিদ্ধান্ত নেওয়া উচিত কে কার্যকরভাবে দলকে নেতৃত্ব দিতে সক্ষম।’

তবে যাকেই নেতৃত্ব দেওয়া হবে তাকে যেন লম্বা সময়ের জন্য নেতৃত্বে আনা হয় সেই ব্যাপারে জোর দিয়েছেন মুশতাক। এ ব্যাপারে তিনি বলেন, ‘আপনাকে যদি একজন অধিনায়ক নিয়োগ করতে হয়, আপনি কি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী না মধ্য মেয়াদের দিকে তাকাবেন? একজন অধিনায়ক নিয়োগের সময় আপনি কী বিবেচনা করছেন? এ ব্যাপারে আমাদের কাছে কোনও দৃষ্টিভঙ্গি আছে বলে মনে হচ্ছে না। আপনি আগামীকাল একজন অধিনায়ক নিয়োগ করেন, পরের দিন দল পরিবর্তন করেন। কারণ এই সিদ্ধান্ত নেওয়া লোকেরাও জানে না যে তারা আগামীকাল থাকবে কিনা, কারণ দীর্ঘমেয়াদের জন্য কোনও পরিকল্পনা নেই।’

উদাহরণ হিসেবে শাহীন আফ্রিদির প্রসঙ্গ টেনে মুশতাক আরও বলেন, ‘শাহীনকে স্বল্প মেয়াদের জন্য নিযুক্ত করা হয়েছিল। সে এখন বাইরে। এখন বাবর স্বল্প মেয়াদের জন্য এসেছেন, মাত্র একটি বিশ্বকাপ হয়েছে। আর এখন তাকে পরিবর্তন করা হবে। অন্য কেউ আসবে এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আপনি যদি একজন নেতা তৈরি করতে চান, আর আপনার যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে হবে না। আপনি কাউকে অধিনায়ক বানাবেন আর যত বেশি পরিবর্তন করতে থাকবেন, ততই আপনাকে আরও বেশি সময় দিতে হবে এবং পরীক্ষা করার আগে আপনাকে একটি সম্পূর্ণ কৌশল তৈরি করতে হবে। সেই পরীক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি দেখতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম