Logo
Logo
×

খেলা

‘ক্যাপ্টেন’ আসালাঙ্কার বীরত্বে ভারতের সঙ্গে শ্রীলংকার টাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম

‘ক্যাপ্টেন’ আসালাঙ্কার বীরত্বে ভারতের সঙ্গে শ্রীলংকার টাই

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে দাঁড়াতেই দেয়নি ভারত। তবে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করে ভারতকে রুখে দিয়েছে তারা। ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩০ রানে অলআউট হয়েছে ভারত। এর আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলংকা। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টাই হয়েছে।

অথচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লংকানদের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভারত। ৪৭ বলে ৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা।

কিন্তু এরপর ভারতের কোনো ব্যাটার ক্রিজে থিতু হতে পারেননি। অক্ষর প্যাটেল ৩৩ ও কেএল রাহুল ৩১ রানের দুটি ইনিংস খেললেও তা শেষ পর্যন্ত কাজে আসেনি। ৪৮তম ওভারে ভারতের যখন জয়ের জন্য ১ রান প্রয়োজন, তখন পরপর দুই বলে দুই উইকেট শিকার করে সফরকারীদের রুখে দেন এই ম্যাচ দিয়ে শ্রীলংকার ওয়ানডে অধিনায়কত্ব শুরু করা আসালাঙ্কা।

ফিটনেস পরীক্ষা দিয়ে কাল শুরু বাংলাদেশের ক্যাম্প

লংকানদের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন আসালাঙ্কা ও সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুনিথ ওয়েলালাগের অপরাজিত ৬৭ এবং পাথুম নিসাঙ্কার ৫৬ রানের ইনিংস দুটিতে চড়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ পর্যন্ত পৌঁছায় শ্রীলংকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম