ছবি: সংগৃহীত
এমএস ধোনি যেন রবীন্দ্রনাথের ছোট গল্প। শেষ হইয়াও হইল না শেষ। সবশেষ দুই আইপিএল মৌসুম ধরেই শোনা গেছে ধোনির অবসরের কথা। সেই ধোনি ৪৩ বছরে পা দিলেও এখনো অবসর বলেননি। আসছে মৌসুমে তাকে দেখা যাবে কিনা তা নিয়েও রয়েছে অনেক জল্পনা। সেই জল্পনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন ধোনি।
আসন্ন ২০২৫ আইপিএলে মাঠে দেখা যাবে কিনা; সম্প্রতি হায়দরাবাদের এক অনুষ্ঠানে গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন ধোনি। যেখানে তিনি অবশ্য সরাসরি কিছু বলেননি। আসন্ন আইপিএলের নিলামে ক্রিকেটার ধরে রাখার পরিকল্পনা নিয়ে আগে নিজে খোলাসা হতে চান তিনি।
আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে কিনা? এমন প্রশ্নে ধোনি বলেন, ‘এর জন্য অনেক সময় আছে। আমাদের দেখতে হবে তারা খেলোয়াড় ধরে রাখার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে বল আমাদের কোর্টে নেই। সুতরাং একবার নিয়ম-কানুন আনুষ্ঠানিক হয়ে গেলে, আমি কথা বলব। তবে দলের সর্বোত্তম স্বার্থে সেটি হওয়া দরকার।’
এর আগে, গত মৌসুমের আগেও ধোনি খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে চোট নিয়েও মাঠে নেমেছেন ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষদিকে ব্যাট হাতে নেমে ম্যাচ জয়েও বেশ কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। যদিও সেবার নেতৃত্বে দেখা যায়নি তাকে। চেন্নাইয়ের ভবিষ্যৎতের কথা মাথায় রেখে ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব দেন তিনি। যার নেতৃত্বে সবশেষ মৌসুমে পঞ্চম স্থানে থেকে আইপিএল শেষ করেছে চেন্নাই।
তবে ব্যাট হাতে বেশ প্রশংসা কুড়িয়েছেন ধোনি। সবশেষ মৌসুমে ১৪ ম্যাচে মাত্র ৭৩ বল মোকাবেলায় ১৩টি ছক্কা ও ১৪টি চারে ২২০ স্ট্রাইক রেটে মোট ১৬১ রান করেছেন ধোনি। এমন ধোনিকে তাই আসন্ন আইপিএলে দেখলে খুশিই হবে তার ভক্তরা।