Logo
Logo
×

খেলা

‘ইবাদতের মাঠে ফিরতে আরও ২ মাস লাগবে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৭:৪২ পিএম

‘ইবাদতের মাঠে ফিরতে আরও ২ মাস লাগবে’

ইবাদত হোসেন। ছবি: সংগৃহীত

চোট নিয়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন পেসার ইবাদত হোসেন। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ বেশ কয়েকটি সিরিজ মিস করতে হয়েছে তাকে। তবে এখনো মাঠে ফেরার জন্য ইবাদত পুরোপুরি প্রস্তুত নন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

আজ ইবাদতের চোট প্রসঙ্গে এই বিসিবি কর্তা গণমাধ্যমকে বলেন, ‘ইবাদত এখনও সেরে উঠছে। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। ৭০ ভাগের মতো সুস্থ হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। পুরোপুরি সুস্থ হোক। তারপর দেখা যাবে।’

পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানা গেল

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বল করার সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পিচের ওপর পড়ে যান ইবাদত। তখন তার হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। পরে লন্ডনে তার অস্ত্রোপচারও হয়। তবে এখনো মাঠে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে চান ইবাদত। তবে এর জন্য টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ খেলতে হবে তাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম