Logo
Logo
×

খেলা

পিসিবিতে বড় দায়িত্ব নিয়ে ফিরছেন ওয়াকার ইউনিস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম

পিসিবিতে বড় দায়িত্ব নিয়ে ফিরছেন ওয়াকার ইউনিস

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মলিন পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় পাকিস্তান ক্রিকেট। নতুন করে দল পুনর্গঠনের জন্য বেশি কিছু সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ এবং আবদুল রাজ্জাক। এবার দেশটির ক্রিকেটে বড় ভূমিকায় দেখা যাবে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসকে।

মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বোর্ডের পরিচালক বা উপদেষ্টা হিসেবে পিসিবিতে যোগ দিতে যাচ্ছেন ওয়াকার। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভীর সঙ্গে বৈঠকও হয়েছে তার। 

মূলত পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে নকভীর জন্য।  দেশটির রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারে তার সময় দেয়াটা অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া

পাকিস্তানের গণমাধ্যমের খবর, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতির দায়িত্বও নিতে পারেন নকভি।  

তাই বোর্ডের প্রশাসনিক দিক নিজের কাছে রেখে ক্রিকেটীয় বিষয়গুলো ওয়াকারের কাঁধে তুলে দিতে চান তিনি। যেখানে রয়েছে, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট, নির্বাচক কমিটি কিংবা কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া না–দেওয়া এসব বিষয়গুলো দেখভাল করবেন ওয়াকার। 

আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটীয় বিষয়গুলো দেখতে বাংলাদেশ সিরিজের আগেই সাবেক ক্রিকেটারদের মধ্যে একজন নিয়োগ দিতে চায় পিসিবি। আর সে দৌড়ে এগিয়ে আছেন ৫২ বছর বয়সি ওয়াকার।

এর আগে তিন দফা বিভিন্ন সময়ে পাকিস্তান দলের বোলিং কোচ ও সহকারী কোচ ছিলেন ওয়াকার। এ ছাড়া বাবর আজমদের প্রধান কোচ ছিলেন দুই দফায়। সর্বশেষ ২০১৯ সালে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছিলেন ওয়াকার।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম