জো রুট। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক সিরিজ কাটিয়ে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। কিউই ব্যাটার কেইন উইলিয়ামসনকে টপকে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে তিন টেস্টে রুটের ব্যাটে এসেছে ২৯১ রান। এর মধ্যে বার্মিংহ্যামে ৮৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও রয়েছে। দুর্দান্ত এই পারফরম্যান্সে র্যাংকিংয়ের চূড়ায় ওঠা রুটের রেটিং পয়েন্ট ৮৭২।
নতুন অধিনায়কের নাম জানাল শ্রীলংকা
দুইয়ে নেমে যাওয়া উইলিয়ামসনের রেটিং ৮৫৯। এছাড়া এক ধাপ করে এগিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। অন্যদিকে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে চার ধাপ নিচে নেমে গেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন বেন স্টোকস। আর টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ছয়ে অবস্থান করছেন ইংল্যান্ড অধিনায়ক।