Logo
Logo
×

খেলা

৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েও যে কারণে খুশি সামিউল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম

৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েও যে কারণে খুশি সামিউল

সামিউল ইসলাম রাফি। ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ। এদের মধ্যে সাঁতার ইভেন্টে আজ পুলে নামেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। পুরুষদের ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দ্বিতীয় হিটে পুলে নেমেছিলেন রাফি। নিজের ক্যারিয়ার সেরা ৫৩.১০ সেকেন্ড টাইমিংয়ের পরও আট জনের মধ্যে হন পঞ্চম। আর সবমিলিয়ে তার অবস্থান ছিল ৬৯।

এর আগে তার ক্যারিয়ার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের দশ হিটে অংশ নেন ৭৯ সাঁতারু।

বাছাইপর্বেই শেষ রবিউলের দৌড়

এদের মধ্যে শীর্ষ ১৬ জন লড়বেন সেমিফাইনালে। ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু অ্যালেক্স জে।

সাঁতারের পর একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তার লক্ষ্যপূরণ হয়েছে জানিয়ে সামিউল বলেন, ‘ক্যারিয়ারে সেরা টাইমিং হয়েছে এতে আমি খুশি। নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল সেটা পেরেছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম